সারাদেশ

গোবিন্দগঞ্জে কিনু হত্যাকারীর ফাঁসি ও জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে কিনু হত্যাকারীর ফাঁসি ও জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৪৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামে সাইদুল ইসলাম কিনু হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মালাধর উত্তর পাড়া গ্রামে এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, গত ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির মিটিং চলাকালীন সময় কমিটি গঠন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এসময় রিকশাচালক সাইদুল ইসলাম কিনুর ওপর হামলা চালিয়ে তাকে মাথায় আঘাত করে হত্যা করেন মজিদুল ইসলাম মাজেদ। ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

থানা পুলিশ এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। আটক আসামিরা হলেন ফেরদাউস আলম লেচু, মোশারফ হোসেন, এবং আবু হোসেন মন্ডল। তবে মামলার প্রধান আসামি মজিদুল ইসলাম মাজেদসহ অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছেন।

নিহত কিনুর স্ত্রী স্বপ্না বেগম মানববন্ধনে বলেন, আমার স্বামী একজন দরিদ্র রিকশাচালক ছিলেন। তার আয়ে তিন মেয়ে সন্তান নিয়ে কোনোমতে জীবনযাপন করতাম। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে, তা ভেবে রাতে ঘুমাতে পারি না।

গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মতিন ও আনিসুর রহমান। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্যকরের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত জনতা কিনু হত্যাকাণ্ডের প্রধান আসামি মাজেদুল ইসলাম মাজেদসহ সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বক্তারা এ সময় সাইদুল ইসলাম কিনু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।