দিনাজপুরের বীরগঞ্জ পৌর শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা কমিটি একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। এতে মো. শাহীন সরদারকে আহ্বায়ক এবং মো. রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত রোববার (২ ডিসেম্বর) রাতে এই কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহীন সরদার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাজু ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. শাহিরুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. ইমরান, মো. জয়নাল আলী, মো. মিঠু, মো. ইয়াকুব, মো. টিটন, মো. ইয়াছিন, মো. জসিমউদ্দীন, মো. নুর হোসেন, মো. রুহুল আমিন, মো. আরিফ এবং মো. বেলাল।
এদিকে নবগঠিত কমিটির অনুমোদন প্রাপ্তির পর আহ্বায়ক শাহীন সরদার এবং সদস্য সচিব রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. মোস্তাকিম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহার, এবং স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা জানান, এই কমিটি বীরগঞ্জ পৌর শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করবে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলের ঘোষিত একদফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে তারা পৌর শ্রমিক দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতামত