সারাদেশ

২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবসে ফ্রেন্ডশিপের প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড অর্জন

২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবসে ফ্রেন্ডশিপের প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:৪২

৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ সংস্থা জেলা পর্যায়ে প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড অর্জন করেছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুড়ি হলরুমে এ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিএম কুদরত-ই খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপনসহ অন্যান্য অতিথিরা।

ফ্রেন্ডশিপ একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যা উত্তরাঞ্চলের দুর্গম চর ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় কাজ করে। সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ু পরিবর্তনের পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সংস্কৃতি সংরক্ষণসহ ছয়টি খাতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে।

জলবায়ু ঝুঁকিপূর্ণ চর অঞ্চলে সিবিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ফ্রেন্ডশিপ বিশেষ ভূমিকা পালন করছে। এ স্বীকৃতিস্বরূপ সংস্থাটি জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের অভিভাবকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, ফ্রেন্ডশিপের কার্যক্রমের প্রশংসা করে অতিথিরা ভবিষ্যতে সংস্থাটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই খুদা বলেন, ফ্রেন্ডশিপ সংস্থা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অসাধারণ অবদান রাখছে। আমরা তাদের এ প্রচেষ্টায় পাশে আছি।

সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ফ্রেন্ডশিপের সেবামূলক কার্যক্রম উদাহরণযোগ্য। এটি আমাদের সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।