অপরাধ

আশুলিয়ায় জমি বিরোধে ফয়সাল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার

আশুলিয়ায় জমি বিরোধে ফয়সাল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:২৮

জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী ফয়সাল কবিরকে হত্যার ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. শাহ আলম (২৬), ধনুট, বগুড়া।

২. মহিউদ্দিন মহির (৩০), বেচপাতা, মানিকগঞ্জ।

৩. রাহুল (৩০), আমবাগান, আশুলিয়া।

৪. হাবিব (৩৪), গাজিরচট, আশুলিয়া।

নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন।

৩০ নভেম্বর মধ্য গাজীরচটে ফয়সাল কবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করে মানিকগঞ্জের শিবালয় থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। তাদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন, এসআই সাখাওয়াত হোসেন, এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।