সারাদেশ

সাবেক এমপি আকবর আলীর ওমরাহ শেষে উল্লাপাড়ায় সংবর্ধনা

সাবেক এমপি আকবর আলীর ওমরাহ শেষে উল্লাপাড়ায় সংবর্ধনা

প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৪, রাত ১১:৪৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী ওমরাহ হজ পালন শেষে সপরিবারে এলাকায় আগমন করেছেন। 

সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে তার আগমন উপলক্ষে ঝিকিড়া এলাকায় মোমেনা আলী বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

সাবেক এমপি আকবর আলীকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং তার সুস্থতা কামনা করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার আগমনে নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সাবেক এমপি আকবর আলী তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। আওয়ামী লীগ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে ধ্বংসের পথে গেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যা মামলায় নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, মোমেনা আলী বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোক্তার হোসেন, প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, সাবেক পৌর মেয়র বেলাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।