জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল রোড এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল মজুদের অভিযোগে তিনটি ফার্মেসিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের এই কার্যক্রম ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০ (খ) (গ) ধারায় পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। প্রসিকিউশন প্রদান করেন ময়মনসিংহ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক। ফুলপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এই অভিযান কার্যকর করা হয়।
মতামত