সারাদেশ

খাগড়াছড়িতে পার্বত্য শান্তিচুক্তির বিতর্কিত ধারা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে পার্বত্য শান্তিচুক্তির বিতর্কিত ধারা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৪, রাত ১১:৩০

পার্বত্য শান্তিচুক্তির ২৭তম বর্ষপূর্তিতে চুক্তির বিতর্কিত ধারা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ। 

সোমবার (২ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা শহরের এফএনএফ হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেন চুক্তিকে সংবিধানবিরোধী ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেন। তিনি চুক্তির পূর্ণমূল্যায়ন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

ইঞ্জিনিয়ার লোকমান হোসেন বলেন, শান্তি চুক্তি ২৭ বছরে পদার্পণ করলেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বরং সন্তু লারমা চুক্তির শর্ত ভঙ্গ করে অস্ত্র মজুদ বাড়িয়েছেন এবং সশস্ত্র সংঘাত সৃষ্টি করেছেন। তার ব্যর্থতার কারণে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা উচিত।

বক্তারা আরও জানান, চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম থেকে ২৩৮টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে এবং পার্বত্য জেলা পরিষদে ৩০টি দপ্তর হস্তান্তর করা হয়েছে। তবুও পাহাড়ে সশস্ত্র সংগঠনের কার্যক্রম, চাঁদাবাজি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বক্তারা উল্লেখ করেন, সশস্ত্র সংগঠনগুলো বছরে প্রায় ৫০০ কোটি টাকা চাঁদা সংগ্রহ করছে।

বক্তারা বলেন, ২৭ বছর আগের করা চুক্তি বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক। দেশের সংবিধান সময়োপযোগী করা হলেও শান্তিচুক্তির বিতর্কিত ধারাগুলো এখনো রয়ে গেছে। এই ধারাগুলো বাতিল করা জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি আসাদ উল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।