ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সুরমা (৪০) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত সুরমাকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সুরমাকে আটক করা হয়। তিনি গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং এর আগে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সুরমা ও তার সহযোগী মাস্তান বাহিনীর অত্যাচারের কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করলে বা সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে মিথ্যা মামলার ভয় দেখানো হতো এবং শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হতো।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খানের নেতৃত্বে সুরমাকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা ওসিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ গ্রেপ্তার মাদক নির্মূলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মতামত