সারাদেশ

দুটি কিডনিই নষ্ট, বাঁচার আকুতি বকুলের

দুটি কিডনিই নষ্ট, বাঁচার আকুতি বকুলের

ছবি : অসুস্থ কলেজ ছাত্র বকুল হোসেন


প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৪, রাত ১১:০৭ আপডেট : ২ ডিসেম্বর ২০২৪, রাত ১১:১৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের দিনমজুর আব্দুর রশিদের একমাত্র ছেলে মো. বকুল হোসেনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ২০১৮ সালে অনার্স সম্পন্ন করা বকুল বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজে মাস্টার্সে ভর্তি হলেও জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পরিবারের একমাত্র আশ্রয় বকুল এখন অসহায়।

বকুল হোসেনের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে দিনমজুর বাবার সংসারের হাল ধরার। কিন্তু হঠাৎ নাক-মুখ দিয়ে রক্ত পড়া শুরু হলে তাকে রাজশাহীতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। 

চিকিৎসক ডা. এ. কে. এম. মনোয়ারুল ইসলাম জানান, বকুলের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এখন প্রতি সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হচ্ছে।

অর্থনৈতিক অসচ্ছলতার কারণে বকুলের পরিবার তার চিকিৎসার খরচ বহন করতে পারছে না। ধার-দেনা করেও প্রয়োজনীয় চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে।

বকুল হোসেনের বাবা আব্দুর রশিদ জানান, ছেলে স্বপ্ন দেখেছিল লেখাপড়া শেষ করে পরিবারের অভাব দূর করবে। কিন্তু এখন নিজের জীবনই ঝুঁকির মুখে। সমাজের দানশীল ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করছি।

বকুল হোসেনের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহায়তা বকুলের জীবনে আলো ফেরাতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা:

নাম: মো. বকুল হোসেন

হিসাব নম্বর: 4217601017285, সোনালী ব্যাংক

বিকাশ: 01650029291

নগদ: 01778142437