সারাদেশ

ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সালথায় স্মরণ সভা

ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সালথায় স্মরণ সভা

ছবি : ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সালথায় স্মরণ সভা


প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:১৭ আপডেট : ২ ডিসেম্বর ২০২৪, রাত ১১:০৮

জুলাই – আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ফরিদপুরের সালথায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. প্রীতম দাস, সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলীমুজ্জামান, ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পী প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না। যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। 

বক্তারা আরও বলেন, যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, দুঃখ-কষ্ট ভোগ করেছে এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ ও সুন্দর সমাজ গড়তে পারি। শেষে শহিদ ও আহতদের স্মরণ করে তাদের জন্য দোয়া মোনাজাত করা হয়। স্মরণ সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।