সারাদেশ

ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৪, রাত ৯:১৮

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এই অভিযানে একটি সংঘবদ্ধ চক্রের ৮টি ট্রাক্টর এবং ১টি স্কেভেটর মেশিন জব্দ করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) ধামইরহাট উপজেলার রসপুর বাজার সংলগ্ন শিমুলতলী এলাকার আত্রাই নদীর তকি উদ্দিন আল আরাবি সেতুর নিচে অবৈধ বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ১৪ বিজিবির কোম্পানি কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামাদি আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে ট্রাক্টরগুলো জিম্মায় নিতে সম্মত হন। এরপর তাৎক্ষণিকভাবে আদালত ৪ লাখ টাকা জরিমানা আদায় করে।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তবে এই অভিযানকে স্থানীয়রা প্রশাসনের একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক ও এম কে চৌধুরী জিন্নাহসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, আত্রাই নদীতে বালু উত্তোলনের কার্যক্রম আইনত নিষিদ্ধ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের কারাবাস নিশ্চিত করা হবে।