সিরাজগঞ্জের বেলকুচিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।
রবিবার (১ ডিসেম্বর) সকালে বেলকুচি উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, পৌর বিএনপির সদস্য মিঞা মোহাম্মদ শামীম, যুবদল নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. গোলাম রেজা, এবং উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল ওয়ারেছ, আইসিটি কর্মকর্তা ইমান আলী, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মর্তারা।
সভায় বিজয় দিবস উদযাপন সফল করতে অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের করণীয় নিয়ে আলোচনা করেন। বিজয় দিবস উদযাপনের আয়োজনে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
মতামত