সারাদেশ

জয়পুরহাটে বিনামূল্যে জ্ঞান আহরণের সুযোগ

জয়পুরহাটে বিনামূল্যে জ্ঞান আহরণের সুযোগ

প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪১

আপনার দক্ষতার স্রোতধারা এই প্রতিপাদ্য ধারণ করে জয়পুরহাটে ঝর্ণাধারা আইটি সেন্টার ও উন্মুক্ত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট শহরের ২ নম্বর স্টেশন রোডের ময়না বাহার মার্কেটে এ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কনা মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেনিং কর্মকর্তা ওয়াসিক বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট লেখক ফোরামের সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল, সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ, রেজাউল করিম রেজা এবং নারী উদ্যোক্তা মলি আক্তারসহ অনেকে।

অনুষ্ঠানে ঝর্ণাধারা আইটি সেন্টার ও উন্মুক্ত পাঠাগারের পরিচালক ঝর্ণা আক্তার বলেন, আমার এই প্রতিষ্ঠানে যেকোনো বয়সের নারী-পুরুষ আইটি প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। উন্মুক্ত পাঠাগারের মাধ্যমে বই পড়ে জ্ঞান আহরণসহ নানান সুবিধা গ্রহণ করতে পারবেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মানুষের দক্ষতা বৃদ্ধি করবে না, বরং স্থানীয় পর্যায়ে আত্মনির্ভরশীলতা ও শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।