সারাদেশ

শিবপুরে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন

শিবপুরে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন

ছবি : রাজ উদ্দিন


প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪০ আপডেট : ১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪৩

নরসিংদীর শিবপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ফারজানা ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ফারিজানূর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।

জানা গেছে, ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে নিবন্ধিত শিবপুর উপজেলার ৯টি ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে মেশিন রিডেবল স্মার্ট কার্ড প্রদান করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ের কার্যক্রম শেষে শিবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।