বিনোদন

রবীন্দ্র থিয়েটারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ঐতিহ্য উৎসব অনুষ্ঠিত

রবীন্দ্র থিয়েটারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ঐতিহ্য উৎসব অনুষ্ঠিত

ছবি : উদ্বোধনকালে


প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৫৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র থিয়েটারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ঐতিহ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মুদ্রায়ণ বিভাগের পরিচালক সায়েরা হাবিব, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক জুরফিকার চঞ্চল, নির্বাহী সদস্য রতন দাস, নাট্যকার ড. মো. তানভির আহমেদ সিডনি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান হাবিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহমান রাজু।

রবীন্দ্র থিয়েটারের সভাপতি মো. মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে দেশের বিভিন্ন জেলার শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশ নেন।

উদ্বোধনী দিনে লোকসংগীত পরিবেশন করেন বাউল মোশারফ হোসেন। ধুয়াগান পরিবেশন করেন প্রবীণ শিল্পী আব্দুল মতিন। লোকনৃত্য পরিবেশন করে শাহজাদপুর নৃত্য একাডেমি, সৃজন ললিতকলা নৃত্য একাডেমি এবং মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠন। গাইবান্ধার সারথি থিয়েটার মঞ্চস্থ করে পালা নাটক কালিন্দীর গীত।

উৎসবের শেষ দিনে গম্ভীরা পরিবেশন করেন পদ্মা বড়াল থিয়েটার, ভাওয়াইয়া গান পরিবেশন করেন রেজওয়ান মণ্ডল। এ ছাড়া রবীন্দ্র থিয়েটার মঞ্চস্থ করে পালা নাটক নদী কথন।

উৎসবে অংশগ্রহণকারী দলগুলোকে ঐতিহ্য উৎসব ১৪৩১ সম্মাননা স্মারক প্রদান করা হয়। দুই দিনব্যাপী আয়োজনে দর্শকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শাহজাদপুরের সাংস্কৃতিক কর্মীরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

রবীন্দ্র থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদি হাসান হিমু জানান, রবীন্দ্র থিয়েটার লোক ঐতিহ্য ও শিকড়ের সাংস্কৃতিক চর্চা করে আসছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উৎসব আয়োজন করা হবে।

আয়োজক কমিটির সদস্য বাবুল হাসান বলেন, দর্শকের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অভিভূত। পালা গান আমাদের মাটির গান, তাই উৎসবের প্রতিটি দিনে পালা নাটক মঞ্চস্থ করেছি।