শনিবার(৩০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত অফিসের অডিটোরিয়াম রুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাও: আবু জার গিফারী\\' র সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাও: আব্দুল হালিম
শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে মাও: আব্দুল হালিম বলেন, বাংলাদেশের ক্ষমতায় আসতে ফ্যাসিবাদী গোষ্ঠীকে পুনঃরায় সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের চলমান সংস্কার ও দেশ পুনঃগঠনের কাজে জামায়াত কর্মীদের আত্ননিয়োগ করতে হবে। এছাড়াও তিনি জামায়াতে ইসলামীর দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেওয়ার আহবান জানান।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন, রাজশাহী মহানগরীর আমির মাও: কেরামত আলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, জেলা নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমির মাও: আব্দুস সবুর ও মাও: জাফর আলিসহ প্রমুখ।
মতামত