গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন, ও শান্তির স্লোগান সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামক নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদরের চাপাইল মুসলিম পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি তাদের আত্মপ্রকাশের ঘোষণা দেয়।
নতুন দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাইফুল রসিদ চৌধুরি, আর যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ, ও মো. ইয়ার আলী।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক সাইফুল রসিদ চৌধুরি লিখিত বক্তব্য পাঠ করেন এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, গোপালগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিজিপি তাদের ৩২ দফা প্রস্তাবনা প্রকাশ করে। উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো হলো:
১. সংসদ, বিচার বিভাগ ও আইন বিভাগ পৃথকীকরণ।
২. সরাসরি জনগণের ভোটে প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচন।
৩. সকল দলের প্রাইমারির মাধ্যমে সংসদ সদস্য মনোনয়ন।
৪. দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, যেমন ঘুষের জন্য ১০ বছর থেকে মৃত্যুদণ্ড।
৫. সকল প্রাইভেট হাসপাতালের বিভাগীয় শহরে শাখা বিস্তার
৬. শিক্ষা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করা।
৭. রাস্তার উপর মিটিং-মিছিল নিষিদ্ধ।
৮. শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ।
বিজিপি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা, এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। দলের নেতারা দাবি করেছেন, এই ৩২ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
মতামত