সারাদেশ

মসজিদ ভাংচুর ও আইনজীবী হত্যা: সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে সালথায় তাওহীদি জনতার বিক্ষোভ

মসজিদ ভাংচুর ও আইনজীবী হত্যা: সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে সালথায় তাওহীদি জনতার বিক্ষোভ

ছবি : মসজিদ ভাংচুর ও আইনজীবী হত্যা: সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে সালথায় তাওহীদি জনতার বিক্ষোভ


প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:০২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, রাত ১১:৪৯

ভারতীয় গুপ্তচর তথাকথিত উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সালথা উপজেলা সর্বস্তরের তাওহীদি জনতা।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা উপজেলার সদর বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে মিছিলটি বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবজাদা আল্লামা জহুরুল হক রহ: নেছারুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, সালথা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল হান্নান, মাওলানা কাজী কামরুজ্জামান,হাফেজ এনামুল হাসান, মাওলানা আবুল হোসেনসহ অনেকে। ছাড়াও সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও ফ্যাসিবাদী সরকার পতনের পর ফরিদপুরের সালথা সহ সারাদের তাওহীদি জনতা সংখ্যালঘুদের বাসাবাড়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। কিন্তু তার প্রতিদান হিসেবে এই সন্ত্রাসী সংঘটন ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে মসজিদ হামলা করেই ক্ষ্রান্ত হয়নি বরং একজন নিরপরাধ আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। 

যেখানে বর্তমানে দেশের তাওহীদি জনতা সম্প্রতির এক সমাজ গড়তে হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ ও বিভিন্ন সম্প্রদায়ের উপজাতিদের নিয়ে বাসবাসের উপযোগী একটি রাষ্ট্র বিনির্মানে কাজ করে যাচ্ছে ঠিক সেই সময় কিছু আন্তর্জাতিক কুচক্রী মহলের ইন্ধনে ইসকন নামীয় এই সন্ত্রাসী সংঘটনটি মসজিদ ভাংচুর সহ হত্যাকান্ড চালিয়ে দেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে। ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত শান্তুপ্রিয় এ দেশে জঙ্গী সংগঠন ইসকনের এমন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ ইউনূসের প্রতি ইসকন নিষিদ্ধের পাশাপাশি আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি বাস্তবায়নের আহ্বান জানান।