সারাদেশ

তাড়াশে বাজার মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট

তাড়াশে বাজার মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ছবি : বাজারে মনিটরিং করছেন তাড়াশ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো খালিদ হাসান


প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, বিকাল ৩:৪৭ আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪৫

বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সিরাজগঞ্জের তাড়াশ  পৌশহরের বাজারে মনিটরিং শুরু করেছে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো খালিদ হাসান। তার এই অভিযানকে স্বাগতম জানিয়েছে পৌরশহরের সাধারণ জনগণ।

আজ শুক্রবার  (২৯ নভেম্বর) বিকাল ৩ টার সময় পৌরশহরের বিভিন্ন বাজার ঘুরে কাচাঁ বাজার, চালের দোকান প্রত্যেক ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম চাট করে দোকানের সামনে টানিয়ে রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্টেট্র। যারা এ আইন অমান্য করবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা । এ ছাড়া সরকারের নির্দেশনা অনুযাযী পলিথিন ব্যাগ নিষেধ করা হয়েছে। আপনারা পলিথিন ব্যাগে কোনো বাজার বিক্রি করবেন না। যদি কেউ করেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এমন দৃশ্য দেখে বাজারের ভোক্তারা ম্যাজিস্ট্রেট এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মো. জাহিদুল ইসলাম  নামে এক ক্রেতা বলেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান  সত্যিই প্রশংসনীয়। বাজারে সিন্ডিকেট ভাঙতে এমন অভিযান হলে ব্যবসায়ীরা বেশি দামে পণ্যে বিক্রি করতে পারবে না।

তাড়াশ বাজার  ফলের দোকানদার মো. আব্দুল মমিন  বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে এসে আমাদের সকল দোকানদারদের সঙ্গে কথা বলে বাজার মনিটরিং করেছেন। এমনকি যদি কোথাও কেউ যদি পুণ্যের দাম অতিরিক্ত নে তাহলে  সঙ্গে সঙ্গে তাকে জানাতে বলেছেন।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো খালিদ হাসান জানান, আমরা কাচাঁবাজার, মাছবাজার, পাইকারী এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্যে পর্যবেক্ষন করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণে তাড়াশ পৌর  বাজারের বিভিন্ন দোকান মনিটরিং চালিয়ে যাচ্ছি। পাইকারী ও খুচরা বিক্রেতাদের সাথে দ্রব্যের দাম নিয়ে কথা বলেছি। দ্রব্যের মূল্যে নিধারণ এবং সিন্ডিকেট মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করা হয়েছে।