খেলাধুলা

ডোমারে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

ডোমারে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, রাত ৯:১৪ আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, রাত ১২:৩৬

নীলফামারীর ডোমারে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সৌজন্যে ঐতিহ্যবাহী লাঠিখেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭শে নভেম্বর) উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া দক্ষিণপাড়া একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত লাঠিখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব।

নীলফামারী জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য মোঃ সোহাগ ইসলামের সভাপতিত্বে এবং জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের এম আর মারুফ সরকার ও সিয়াম আহম্মেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয় প্রমুখ।