সারাদেশ

ময়মনসিংহে পুলিশের ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্সে এসিড নিয়ন্ত্রণ ও প্রতিবন্ধী সুরক্ষা নিয়ে আলোচনা

ময়মনসিংহে পুলিশের ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্সে এসিড নিয়ন্ত্রণ ও প্রতিবন্ধী সুরক্ষা নিয়ে আলোচনা

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৫৮

ময়মনসিংহে কনস্টেবল থেকে উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য ৫ দিনব্যাপী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্স চলমান রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এসিড নিয়ন্ত্রণ ও প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা বিষয়ে একটি বিশেষ ক্লাস পরিচালনা করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১০, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, এবং এ সংক্রান্ত বিধিমালা ২০১৫ নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি এ সংক্রান্ত জাতীয় এবং স্থানীয় পর্যায়ে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন।

ডিআইজি তার বক্তব্যে আইন প্রয়োগে মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যথাযথ সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

এসময় আরও উপস্থিত ছিলেন  খন্দকার খালিদ বিন নুর, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ; মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার,আইএসটিসি, ময়মনসিংহ;   মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক(নিঃ), আইএসটিসি, ময়মনসিং প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।

কোর্সটি নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি পুলিশের দায়িত্বশীল ভূমিকা এবং তাদের জন্য সেবার মান উন্নত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।