সারাদেশ

বিডিআর সদস্যদের পুনর্বহাল ও মুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

বিডিআর সদস্যদের পুনর্বহাল ও মুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৪৩

পিলখানা হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখা।

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি। মানববন্ধন শুরুতে পিলখানা হত্যাকাণ্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নায়েক আলতাফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক সিনিয়র ভিএম আব্দুর রাজ্জাক, সিপাহী আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মাহফুজ আলম, ইলিয়াস হোসেন, ফিরোজা বেগমসহ অনেকে।

৯ দফা দাবি

স্মারকলিপিতে উল্লেখিত ৯ দফা দাবি হলো:

  1. পিলখানা হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ না বলে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া।
  2. পিলখানা এবং সারাদেশের বিডিআর ব্যাটালিয়ন ও সেক্টরের প্রহসনের বিশেষ আদালত বাতিল।
  3. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল।
  4. হত্যাকাণ্ডের মোটিভ ও কুশীলব চিহ্নিত করতে স্বাধীন তদন্ত কমিটি গঠন।
  5. নিহত ৫৭ সেনা কর্মকর্তা ও ৭৪ জনকে শহীদের মর্যাদা প্রদান।
  6. ২৫ ফেব্রুয়ারিকে 'পিলখানা ট্র্যাজেডি দিবস' হিসেবে ঘোষণা।
  7. নির্যাতনে নিহত বিডিআর সদস্যদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন।
  8. জিজ্ঞাসাবাদে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
  9. প্রহসনের মামলায় সাজাপ্রাপ্ত ও কারাগারে আটক বিডিআর সদস্যদের জামিন ও মুক্তি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিডিআর সদস্যদের প্রতি অবিচার বন্ধ করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং কারাবন্দীদের মুক্তির দাবি জানান। সংগঠনটি দ্রুত এই দাবিগুলোর বাস্তবায়ন চায় এবং এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে।