সারাদেশ

মেলান্দহে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

মেলান্দহে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ৫:২২ আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ৫:২৪

জামালপুরের মেলান্দহে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সভাকক্ষে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীরের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। 

এসময় আন্দোলনে মেলান্দহের ৪ জন শহীদ ও আহত ২ জনের পরিবারের উপস্থিতিতে উপজেলা একাডেমিক অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান, উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহজামাল, দৈনিক দিনকালের সাংবাদিক আজম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গাজী রফিকুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন জামালপুরের যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আখি, রাশেদুল ইসলাম নিহতের জসিমের মা আছিয়া খাতুন প্রমুখ।

আলোচনা শেষে নিহত ও আহত ৬ পরিবারের সদস্যদের হাতে উপজেলা সমাজ সেবা থেকে নগদ ৫ হাজার করে দেওয়া হয়। পরে নিহত ও আহতদের কল্যান কামনায় দোয়া করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান,এলজিইডি প্রকৌশলী শুভাশিষ রায়,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।