সারাদেশ

তাড়াশে লাগসই প্রযুক্তি শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

তাড়াশে লাগসই প্রযুক্তি শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি : প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ


প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ৩:৪৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ৩:৫৭

 সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টার সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং তাড়াশ উপজেলা প্রশাসন ও বিসিএসআইআর এর বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে  ও একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার আমিন হোসেন ও মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মোমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

শেষে প্রদর্শনীতে শ্রেষ্ঠত্বের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।