সারাদেশ

ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে নবীনবরণ ২০২৪ অনুষ্ঠিত

ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে নবীনবরণ ২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ৩:৩২

ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ২০২৪ বুধবার (২৭ নভেম্বর) উদযাপিত হয়েছে।

কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এবং কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার ও গভর্নিং বডির সদস্য মোহছিনা খাতুন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও গভর্নিং বডির সদস্য সায়েদুজ্জামান শরীফ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিক।

নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা শিক্ষার গুরুত্ব, নৈতিকতা, এবং ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা তুলে ধরেন।