সারাদেশ

মাটিরাঙ্গায় যুবলীগ নেতা সোলায়মান বাদশা গ্রেফতার

মাটিরাঙ্গায় যুবলীগ নেতা সোলায়মান বাদশা গ্রেফতার

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, দুপুর ১:৩৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোলায়মান বাদশা (৩৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) ভোররাতে পৌরসভার নবীনগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সোলায়মান বাদশা মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত মজিদ লিডারের ছেলে এবং পৌর যুবলীগের দপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা নং-০৩, তারিখ-০৫/০৯/২০২৪ এর আওতায় পেনাল কোডের বিভিন্ন ধারা, যেমন ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬, ১০৯, ১১৪ এবং ৩৪-এ অভিযোগ আনা হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন, এজাহারনামীয় আসামি সোলায়মান বাদশাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।