সারাদেশ

গোপালগঞ্জে ছাত্রজনতার আন্দোলনে শহিদদের স্মরণে স্মরণ সভা ও আর্থিক অনুদান প্রদান

গোপালগঞ্জে ছাত্রজনতার আন্দোলনে শহিদদের স্মরণে স্মরণ সভা ও আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, দুপুর ১:২৪

ঢাকায় সরকারবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গোপালগঞ্জের শহিদ ও আহতদের স্মরণে বুধবার (২৬ নভেম্বর) একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নিহত ও আহত পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসকের সভাপতিত্বে গোপালগঞ্জ উপজেলা হল রুমে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর হাসপাতালের ডিডি জীবিতেশ বিশ্বাস, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর এবং সিভিল সার্জন মাসুদ রানা। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, সরকারি জিপি ও পিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন এবং প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন।

সভায় বক্তারা গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আহতদের সুস্থতা কামনা করে সভায় তাঁদের আর্থিক সাহায্য প্রদান করা হয়।

গণঅভ্যুত্থানে গোপালগঞ্জ জেলায় শহিদ হওয়া ৭ জনের মধ্যে উল্লেখযোগ্য নাম হল:

  • শহিদ জিল্লুর শেখ (পিতা: হাসান শেখ)
  • শহিদ মোজাহিত মল্লিক (পিতা: সাহাবুদ্দিন মল্লিক)
  • শহিদ আরাফাত মূন্সী (পিতা: স্বপন মূন্সী)
  • ছাবিদ হোসেন (পিতা: মো. মাহমুদ হোসেন)
  • মো. মঈনুল ইসলাম (মাতা: মাহাফুজা বেগম)
  • বাবু মোল্লা (পিতা: মৃত ফারুক)
  • রথিন বিশ্বাস (পিতা: দানিয়াল বিশ্বাস)।

আহতদের মধ্যে ছিলেন কিবরিয়া (পিতা: কামাল হোসেন), জাপুল (পিতা: মৃত হারুন), ইয়াছিন শেখ (পিতা: ইলিয়াস শেখ) এবং আরো অনেকে।

স্মরণ সভায় বক্তারা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, শহিদ ও আহতদের ত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।