সারাদেশ

গাইবান্ধার ঘাঘট লেক পুনঃসংস্কার ও আধুনিক পার্ক নির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার ঘাঘট লেক পুনঃসংস্কার ও আধুনিক পার্ক নির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, রাত ১:১৯

গাইবান্ধার পৌর শহরের ঘাঘট লেক (পুরাতন ঘাঘট নদী) পুনঃসংস্কার এবং তীরবর্তী এলাকায় আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার মোশাররফ হোসেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, জেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আল হাসানসহ পরিবেশবিদ, পরিকল্পনাবিদ, বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় জানানো হয়, ঘাঘট লেক পুনঃসংস্কারের মাধ্যমে এর পানি পরিষ্কার করে পরিবেশ সংরক্ষণ করা হবে। পাশাপাশি লেকের তীরে একটি আধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে থাকবে ওয়াকিং ট্রেইল, বসার জায়গা, শিশুদের খেলার জন্য সুবিধাসহ অন্যান্য আধুনিক অবকাঠামো।

জেলা প্রশাসন জানায়, এই প্রকল্পটি গাইবান্ধার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষত, এটি পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে। প্রকল্পটি স্থানীয় জনগণের জীবিকায়ন এবং বিনোদনের সুযোগ তৈরি করবে।

সভায় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং এতে সকলের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়।