সারাদেশ

গোপালগঞ্জে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, রাত ১:১৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ৩টায় ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ভাঙ্গারহাট প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহিন্দ্র স্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার (২৫ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদেই কোটালীপাড়ায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভকারীদের শান্ত করতে গেলে পেছন থেকে হামলার শিকার হই। এতে আমি ও আমার কয়েকজন সহকর্মী আহত হয়েছি।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে তিন-চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে।