আন্তর্জাতিক

আল আজহার বিশ্ববিদ্যালয়ে দারুননাজাতের প্রথম শিক্ষার্থীর এমফিল ডিগ্রি অর্জন

আল আজহার বিশ্ববিদ্যালয়ে দারুননাজাতের প্রথম শিক্ষার্থীর এমফিল ডিগ্রি অর্জন

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, রাত ১:১৩

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রথম শিক্ষার্থী হিসেবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে "এক্সিলেন্ট" মুমতাজ ফলাফল অর্জন করেছেন মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী। 

গত সোমবার (২৫ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম আহমাদ আত-তাইয়িব হলে তার এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়।

গবেষণার বিষয় ছিল, "التيسير في التفسير" গ্রন্থে অন্তর্ভুক্ত মرفু ও মওকুফ হাদিসের গবেষণা ও বিশ্লেষণ।

এই গবেষণার তত্ত্বাবধানে ছিলেন উসুলুদ্দীন বিভাগের অধ্যাপক ড. খালিদ শাকির আতিয়াহ সুলাইমান। মুনাকিশ হিসেবে উপস্থিত ছিলেন ড. হিশাম ইবরাহিম ফারজ মুহাম্মাদ এবং ড. হাসান কামাল হাসান আল কছবী।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক এবং শতাধিক বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতি সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলে। তিন ঘণ্টাব্যাপী সেমিনারের শেষে মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ (এক্সিলেন্ট) প্রদান করা হয়।

গবেষক শিহাব উদ্দীন বলেন, এই সফলতার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমার প্রিয় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষক ও প্রতিষ্ঠানকে এই অর্জন উৎসর্গ করছি।

২০১২ সালে দাখিল ও ২০১৪ সালে আলিম পাস করা শিহাব উদ্দীন ২০১৫ সালে আল আজহার স্কলারশিপ অর্জন করেন এবং ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য মিশর গমন করেন। ধারাবাহিকভাবে তিনি উসুলুদ্দীন অনুষদ থেকে অনার্স, মাস্টার্স এবং এমফিল ডিগ্রি অর্জন করেন।

উক্ত সেমিনারের শেষে দারুননাজাতের উপাধ্যক্ষ মুহাম্মাদ মাহবুবুর রহমান রাজাপুরী তাকে শুভেচ্ছা জানান। এই সাফল্য বাংলাদেশের শিক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার নতুন দিগন্ত উন্মোচন করেছে।