চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি মো. সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেহের আলী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য দেন শাহারিয়ার হোসেন রিজভী ও সানিয়া বিনতে শামস (হিমি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু ও মো. কামাল উদ্দীন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহর বানু এবং নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ ও মো. নেয়ামাতুল্লাহ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার উপকরণ উপহার দেন এবং পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মতামত