সারাদেশ

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার: বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার: বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৫৮

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিজয় চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানান এবং বিনা অপরাধে তাকে গ্রেফতারের কারণ জানতে চান।