সারাদেশ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১১ জন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১১ জন

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৫৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন থানার বিভিন্ন সাব-ইন্সপেক্টর, যারা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

অস্ত্র মামলা:

এসআই মাহবুব আলম ফকির ও তার দল বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন। তাদের মধ্যে রয়েছেন:

  1. মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু (৫৯)
  2. হোসাইন মোহাম্মদ মিলকান ওরফে বান্টি (৩৫)

তাদের বাসা থেকে উদ্ধার করা হয় ছোরা, দা, তরবারি, কুড়াল, বাংলাদেশি পাসপোর্ট এবং একটি গুলির মতো বস্তু।

মাদক মামলা:

  • এসআই খলিলুর রহমান গোহাইলকান্দি এলাকা থেকে গ্রেফতার করেন বিল্লাল (৫০), যার কাছ থেকে ৬০ পিস ইনজেকশ উদ্ধার করা হয়।
  • এসআই বিশ্বজিৎ সরকার জেলা স্কুলের কাছে অভিযান চালিয়ে জাহিদ ওরফে কানা বাবু (২৭) এবং রফিকুল ইসলাম ওরফে রাসেল (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধর্ষণ মামলা:

এসআই আব্দুল হক চর আনন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মোঃ শাহিন ইসলাম (২৫) কে গ্রেফতার করেন।

অন্যান্য মামলা:

  • এসআই জাহিদুল হাসান পুরোহিতপাড়া থেকে মোঃ মোসলেম উদ্দিন তুষার (৩০) কে গ্রেফতার করেন।
  • এসআই আব্দুল হক কেন্দুয়া এলাকা থেকে মোঃ খুররুম মিয়া (৫০) কে গ্রেফতার করেন।

চুরি মামলা:

  • এসআই সাইদারা রিটা বয়ড়া শেষ মোড় এলাকা থেকে হাবিবুর রহমান (৩০) ও রবিন (২৭) কে গ্রেফতার করেন।
  • এসআই ওমর ফারুক রাজু চরপাড়া এলাকা থেকে মোঃ রাব্বী (২৬) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের সকলকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে।