বান্দরবান পার্বত্য জেলার ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বান্দরবানের সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভা কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান বলেন, বর্তমান পরিচালক এর স্বছাচারিতা, দুর্নীতি , অনিয়ম, অর্থ আত্মসাতের কারণে প্রতিষ্ঠানটি ধংসের মুখামুখি হয়েছে। পরিচালক মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুছ অভিজ্ঞ শিক্ষকদের বরখাস্ত করে কম যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিয়েছেন। এছাড়াও এতিমের নামে সরকারী বরাদ্ধের টাকা আত্মসাৎ করেছে। শিক্ষা কেন্দ্রের জায়গা বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করেন সেই সাথে দোকান ভাড়া, স-মিলের ভাড়া এবং জমি লাগিয়ত দিয়ে দীর্ঘদিন যাবৎ আত্মসাৎ করেন।
এসময় সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কাশেম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী মো: মাহাবুবুর রহমান, ব্যবসায়ী বিশিষ্ট হাজী আবুল বশর, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুছ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: মাহাবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মো: জাকারিয়া সহ বান্দরবানে সর্বস্তরর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সংবাদ সম্মেলনে ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালকের ১৪টি কর্মকাণ্ড তুলে ধরেন বর্তমান পরিচালনা কমিটি বাতিলের দাবি জানান।
১৯৮৯ সাল ইসলামী শিক্ষা কেন্দ্রটি বান্দরবান জেলা সদরে বনরুপা-ছিদ্দিকনগর এলাকায় ইসলামী শিক্ষা কেন্দ্র চালু হয়। ১৯৯২ সাল পরিচালক আলহাজ্ব ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহীর ইন্তেকালের পর তার ছেলে মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুছ দায়িত্ব গ্রহণ করেন।
মতামত