বিনোদন

ক্যাম্পাস আড্ডা থেকে বাংলাদেশি ব্যান্ড ‘সাইকোপ্যাথস’-এর যাত্রা

ক্যাম্পাস আড্ডা থেকে বাংলাদেশি ব্যান্ড ‘সাইকোপ্যাথস’-এর যাত্রা

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, রাত ১২:২৮

ক্যাম্পাস আড্ডা, গিটারের টুংটাং, আর বন্ধুত্ব থেকে যাত্রা শুরু করা বাংলাদেশি ব্যান্ড ‘সাইকোপ্যাথস’ আজ দেশের বিভিন্ন মঞ্চে জায়গা করে নিয়েছে। 

২০১৯ সালে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে যাত্রা শুরু করা ব্যান্ডটি প্রথমে ক্যাম্পাস-কেন্দ্রিক থাকলেও এখন দেশের বিভিন্ন জেলায় মঞ্চ মাতাচ্ছে।

ব্যান্ডটির সূচনা হয়েছিল ইউল্যাবের ‘সংস্কৃতি সংসদ’ ক্লাবের আড্ডা থেকে। শুরুতে ব্যান্ডের লাইনআপে ছিলেন নাজমুস সাকিব, আজিজুল ইসলাম তুহিন, সাকিব সালেক, দিপ্ত, মারজুক আহমেদ, এবং অনিক হালদার সৌরভ। ক্যাম্পাস আড্ডা আর গানের প্রতি ভালোবাসা থেকেই তাদের এই ব্যান্ড গড়ার উদ্যোগ।

‘সাইকোপ্যাথস’ মূলত রক ঘরানার গান গেয়ে পরিচিতি লাভ করে। তাদের কাভার করা গানগুলো, যেমন- 'তীর হারা এই ঢেউয়ের সাগর' এবং 'মা গো ভাবনা কেন', শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে। পাশাপাশি, 'Error 404' নামে একটি প্রজেক্টে বিভিন্ন ব্যান্ডকে ট্রিবিউট জানিয়ে তারা আরও জনপ্রিয়তা পায়।

ব্যান্ডের ভাঙ্গাগড়া পেরিয়ে এবার তারা নিজেদের মৌলিক গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর মাসে প্রকাশিত হবে তাদের প্রথম মৌলিক গান 'একা'। গানটি ‘একা’ নামের একটি এলবামের টাইটেল ট্র্যাক, যেখানে থাকবে মোট পাঁচটি রক ঘরানার গান।

গানের কথা লিখেছেন তথ্যজিৎ ঋঝি, সুর এবং সংগীত আয়োজন করেছেন অনিক হালদার সৌরভ। রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিংয়ের কাজ হয়েছে আবিদ আহমেদ ইভানের স্টুডিওতে। গানের গিটারে ছিলেন সোহান মাহমুদ ও অনিক হালদার সৌরভ, বেস গিটারে মারজুক আহমেদ, ড্রামসে সাকিব সালেক এবং কণ্ঠ দিয়েছেন নাজমুস সাকিব।

ব্যান্ডের অন্যতম সদস্য অনিক হালদার সৌরভ বলেন, আমাদের এই পর্যন্ত আসতে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। দর্শকদের ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রেখেছে। তাদের সমর্থন না পেলে হয়তো অনেক আগেই থেমে যেতাম।

‘সাইকোপ্যাথস’ তাদের নতুন গান ও এলবামের জন্য দর্শকদের শুভকামনা প্রত্যাশা করছে। তারা বিশ্বাস করে, তাদের সৃষ্টিকর্ম শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবে।