ছবি : গাছে গাছে ঝুলছে হলুদ ও লাল রঙের চায়না ম্যান্ডারিং কমলা বাগান
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সোলাপাড়া গ্রামের কৃষক আমানত আলী চায়না ম্যান্ডারিং কমলা চাষ করে অর্জন করেছেন নজরকাড়া সফলতা। তার বাগানে রসালো ফলের ভারে নুয়ে পড়া গাছগুলো দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
২০১৭ সালে ১ বিঘা জমিতে শুরু করা এই উদ্যোগে আমানত আলী চুয়াডাঙ্গা থেকে ৫০টি চায়না ম্যান্ডারিং জাতের কমলার চারা সংগ্রহ করেন। বর্তমানে প্রতিটি গাছ থেকে গড়ে ৪০ থেকে ৬০ কেজি ফলন হচ্ছে। কমলার হলুদ ও লালাভ রঙ, মিষ্টি স্বাদ এবং পুষ্টিগুণের জন্য এটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দর্শনার্থীদের অভিজ্ঞতা:
বাগানে আসা সোলাপাড়া গ্রামের সেলিম রেজা জানান, আমানত আলীর সফলতা দেখে তিনি নিজেও কমলা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি দুই বিঘা জমি প্রস্তুত করেছেন নতুন বাগান করার জন্য।
উদ্যোক্তার পরিকল্পনা:
আমানত আলী বলেন, রোপণের এক বছর পর থেকেই গাছে ফল আসতে শুরু করে। চলতি বছরে আরও কয়েক বিঘা জমি বর্গা নিয়ে নতুন বাগান করার পরিকল্পনা করেছি। আমার কমলা বাগান দেখতে আসা মানুষদের আগ্রহ দেখে মনে হচ্ছে, এ চাষ আরও জনপ্রিয় হবে।
এই উদ্যোগ তাড়াশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, চায়না ম্যান্ডারিং জাতের কমলার চাষ এ অঞ্চলের জন্য অত্যন্ত লাভজনক এবং এর সম্প্রসারণে তারা কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
মতামত