সারাদেশ

নড়াইল জেলা পুলিশ সুপারের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

নড়াইল জেলা পুলিশ সুপারের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, রাত ১০:১১

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল সদর কমিটি সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানায়।

সাক্ষাৎকালে পুলিশ সুপার মানবাধিকার কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলো বিশ্ব শান্তি ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একইসাথে তিনি বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সকল সদস্যকে একনিষ্ঠভাবে বাংলাদেশ সরকার ও অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল বারী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সদর কমিটির বিশেষ প্রতিনিধি মোছা. আমেনা খাতুন, উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান আলেক, সদর থানা কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, সহ-সভাপতি ইউসুফ আলী মোল্লা, সহ-সভাপতি মো. নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ মোল্লা, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম মিনা, কোষাধ্যক্ষ মো. আরাফাত, সদস্য সচিব আসলাম মোল্লা, মো. বাবুল শেখ, শ্রী লক্ষণ কুমার মল্লিক, মো. শাইনুর মিনা প্রমুখ।

পুলিশ সুপার সাক্ষাতের শেষ পর্যায়ে সকলের মঙ্গল কামনা করেন এবং ফাউন্ডেশনের চলমান কার্যক্রমে আইনগত সহযোগিতার আশ্বাস দেন।