কক্সবাজার পান বাজার রোডস্থ ঐতিহ্যবাহী ফিরোজা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন "মনে রেখো" এর স্বত্বাধিকারী সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এম. মহিউদ্দিন চৌধুরী ভুট্টু।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় এম. মহিউদ্দিন চৌধুরী ভুট্টুকে “বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত” ঘোষণা দেন নির্বাচন কমিশন।
সমিতির সিদ্ধান্ত অনুসারে ৪ পদে নির্বাচন হয়। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি তিন পদ তথা সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকে নির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন মো. নাছির উদ্দীন, মো. ইব্রাহীম, মো. ওসমান গনি, মো. আলমগীর, জয় বর্ধন।
আগামী ৪ মে শনিবার রাত ৯ টায় ফিরোজা শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উক্ত সমিতির মোট ভোটার সংখ্যা ৩৬ টি।
মতামত