ছবি : প্রতিকী ছবি
নরসিংদীর জেলার মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ আইন উদ্দিন (৪৮) নামে একজন নিহত। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার বীরগাঁও গ্ৰামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন, নিহতের স্ত্রী তাছলিমা আক্তার, ছোট ভাই মাইন উদ্দিন, ও ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার সাথী।
এ বিষয়ে এলাকাবাসী জানান, দীর্ঘ ১ মাস যাবত আইন উদ্দিনের প্রতিবেশী রফিকুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম একিই গ্ৰামের জালাল উদ্দিনের ছেলে।
এই জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ রফিকুল ২০-৩০ জন লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আইন উদ্দিনের পরিবারের ৪ জন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি মারা যান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ জুয়েল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মতামত