ছবি : মুন টাইমস
নীলফামারী ডোমার চিলাহাটিতে যৌতুকের দাবীতে স্ত্রী বিউটি আক্তার কে (২১) স্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামী রেজওয়ান কবির নাসিরকে (২৯) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, বিগত ৪ বছর আগে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের মুক্তির হাট সাতঘরিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে রেজওয়ান কবির নাসিরের সাথে বানিয়াপাড়া গ্রামের আজিমুল ইসলমের কন্যা বিউটি বেগমের সাথে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের টাকার জন্য প্রায় সময় স্বামী নাসির স্ত্রী বিউটি আক্তারের উপর শারিরিক ও মানুষিক নির্যাতন চালায়। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত অনুমান সাড়ে আটটার দিকে যৌতুকের টাকার জন্য চাপ দেয় নাসির। বিউটি আক্তার টাকা আনতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্বামী নাসির লাঠি দিয়ে বেদম মারধোর করে। এবং রাত অনুমান সাড়ে দশটার দিকে শয়ন করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে বিউটি আক্তারকে হত্যা করে। হত্যার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে ঘরে থাকা কাঠের আনলায় বিউটি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।এবং আত্মহত্যা করেছে বলে নাসিরসহ তার বাবা মা প্রচার করে।
সংবাদ পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে বিউটি বেগমের লাশ উদ্ধার করে ডোমার থানায় নিয়ে আসে। এ বিষয়ে বিউটি আক্তারের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় মামলা দায়ের করে।
অপরদিকে ইনচার্জ মশিউর রহমানের নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে (২০ নভেম্বর) সন্ধ্যায় চিলাহাটি এলাকা থেকে স্বামী রেজওয়ান কবির নাসিরকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান মিজান জানান, বিউটি আক্তারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল নিহিত বিউটির স্বামী নাসিরকে জেলার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
মতামত