সারাদেশ

দোকানের লাইসেন্স না থাকায় দোকানীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দোকানের লাইসেন্স না থাকায় দোকানীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবি : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায়


প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, দুপুর ১:৩৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:১৪

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেড লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

 আজ বুধবার দুপুর ১২টায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আক্কেলপুর কলেজ বাজারের এক জুতার দোকান মালিক মোঃ সোহেল হোসেনকে স্থানীয় সরকার আইন পৌর ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, আক্কেলপুর কলেজ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রেতাদের কাছে নায্য মূল্যে বিক্রি হচ্ছে কি\\'না তার তদারকি ও বাজার মনিটরিংকালে পৌর ট্রেড লাইসেন্স না থাকায় জুতার দোকানদার মোঃ সোহেল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।