সারাদেশ

নরসিংদীর রায়পুরায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীর রায়পুরায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ছবি : রাজ উদ্দিন


প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, রাত ৯:৫৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৪, রাত ১০:০৭

রায়পুরায় ৪ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ জর্দা কোম্পানির মেইন গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: রাজশাহীর মোহনপুর বাথুড়িয়া পূর্বপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে শাফিউল ইসলাম বাবু (২৫)। রাজশাহীর মোহনপুর পশ্চিমপাড়া গ্রামের শমসের মণ্ডলের ছেলে মোহাম্মদ বাবু (২৪)। পটুয়াখালীর বাউফল দাসপাড়া দালালবাড়ি গ্রামের সোহরাবের মেয়ে মিম স্মৃতি আক্তার (২০)। ঢাকার লালবাগ কেল্লার মোড় এলাকার মো. ঈসামিয়ার মেয়ে রাফসা আক্তার (১৯)।

রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে থানার উপপরিদর্শক ইকরামুজ্জামান সঙ্গীয় চৌকস পুলিশ দল নিয়ে মাহমুদাবাদ জর্দা কোম্পানির মেইন গেটের সামনে তল্লাশি চালান। ঢাকা মেট্রো ব-১৪-৪১৫৬ নম্বরের একটি মডার্ন পরিবহন যাত্রীবাহী বাস থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি ৩শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।