ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমারের চিলাহাটিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক আলম বুলবুল প্রধানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি।
বুধবার (২০শে নভেম্বর) দুপুরে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক আলম বুলবুল প্রধানের জানাজা নামাজের আগে তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ কবির দুলু, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য, তিনি কেতকীবাড়ী ইউনিয়নের প্রধানপাড়া এলাকার মৃত মকবুল হোসেন প্রধানের জ্যেষ্ঠপুত্র।
মতামত