সারাদেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে লেবু চাষে ভাগ্য বদলানো কৃষক মতিউর রহমান

ঠাকুরগাঁওয়ের হরিপুরে লেবু চাষে ভাগ্য বদলানো কৃষক মতিউর রহমান

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, বিকাল ৪:৫৪

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া চাপাসার ঘাটিয়াল পুকুরের সন্নিকটে প্রায় ৫ বিঘা জমিতে লেবু চাষ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মতিউর রহমান (২৮)। ২০২১ সালে তিনি নিজ উদ্যোগে দিনাজপুর নার্সারি থেকে চায়না-৩ জাতের পনেরোশত লেবু জাতের চারাগাছ রোপণ করেন। এরপর ২০২২ সালের শেষে গাছগুলোতে ফুলও ফুটতে শুরু করে।

বাগান পরিদর্শনকালে মতিউর জানান, "আমি নিজ উদ্যোগে এই পদক্ষেপ নিয়েছিলাম। বর্তমানে আমার বাগানে প্রতিদিন ৩০০০-৪০০০ টাকা লেবু বিক্রি হয়, যার বাৎসরিক আয় প্রায় ৫ লক্ষ টাকার মতো।" তিনি আরও বলেন, লেবু চাষে তেমন কোনো পরিচর্যা কিংবা বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। তাই ব্যয়ের তুলনায় আয় বেশি হয়। বর্তমানে তার লেবু রানীশংকেল, দিনাজপুর এবং ঢাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। শীতকালে লেবুর চাহিদা কিছুটা কম হলেও গরমকালে বিক্রি বেড়ে যায়।

রানীশংকেল থেকে আসা লেবু ব্যবসায়ী মতালেব (৩০) জানান, আমি প্রতিদিন বাগানে লেবু কিনতে আসি। আমি ছাড়া আরো অনেক ব্যবসায়ী লেবু কিনতে আসেন। আমরা প্রাপ্ত লেবু ৩-৪ টাকায় কিনি।

তিনি জানান, লেবুতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকার কারণে এর চাহিদাও অনেক বেশি।

কৃষক মতিউর জানান, তিনি এখন পর্যন্ত উপজেলা থেকে কোনো প্রশিক্ষণ পাননি এবং আশা করেন যে উপজেলা ও জেলা কৃষি কর্মীরা তার বাগানটি পরিদর্শন করবেন এবং বাগানটির উন্নতির জন্য সঠিক পরামর্শ দেবেন।