সারাদেশ

তাড়াশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

তাড়াশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

ছবি : গোন্তাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে


প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৫৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:১৯

সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা সেলিম নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের গোন্তাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা সোলায়মান হোসেন।

মোস্তফা সেলিম পাবনা জেলার সুজানগর উপজেলা রাইপুর ক্ষেতপাড়া গ্রামের সরোয়ারের হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘আজ দুপুরে মোস্তফা সেলিম তার মোটরসাইকেল নিয়ে বগুড়া জামিল মাদরাসায় যাওয়ার সময় গোন্তাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রানীরহাট বাজারের এক ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’