ছবি : তাড়াশে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধ
সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদের আগপুকুর পাড়ে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৪০ বছর ধরে জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কাজে পুকুরটি ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত লিজ গ্রহণের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষ পুকুরটি ভোগদখল করছিল।
তারা অভিযোগ করেন, সম্প্রতি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের চাচাতো ভাই ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নানের সহযোগিতায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকর আলী ভুট্রর নেতৃত্বে স্থানীয় কয়েকজন পুকুরটি দখল করেন। এ সময় বাধা দিলে এলাকাবাসীকে হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলার ভয় দেখানো হয়।
মানববন্ধনে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজসহ স্থানীয়রা অভিযোগ করেন, পুকুরটি দখলমুক্ত করে মসজিদের কাজে ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
তারা বলেন, পুকুরটি জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু কয়েকদিন আগে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে কিছু ব্যক্তি জোরপূর্বক পুকুরটি দখল করে ফেলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকাবাসীকে হয়রানি বন্ধের দাবি জানাই।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী পুকুরটি দ্রুত মসজিদের দখলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
মতামত