বগুড়ায় র্যাবের অভিযানে গণধর্ষণ মামলার মূল আসামী আসামি লিমন (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১২ ।
বুধবার (১ মে) দুপুরে র্যাব-১২ বগুড়ার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা।
আটককৃত আসামি লিমন সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর উত্তরপাড়া গ্রামের শাহাদুল সাকিদারের ছেলে।
র্যাব-১২ বগুড়ার এই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, নন্দীগ্রাম উপজেলার ভদ্রদিঘী এলাকায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় মহিলা উল্লেখ করেন আসামি লিমনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় এবং এই পরিচয় আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুবাদে গত ২১ অক্টোবর আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বাজারে নিয়ে আসে। পরবর্তীতে আসামী লিমনসহ ৩/৪ জন লিমনের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কুতুবপুর গ্রাম এক ফসলের জমিতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে।
স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।
মতামত