বিনোদন

দিলজিৎ দোসাঞ্জের মদ বিতর্ক: মদ নিষিদ্ধ হলে গান বন্ধ করার ঘোষণা

দিলজিৎ দোসাঞ্জের মদ বিতর্ক: মদ নিষিদ্ধ হলে গান বন্ধ করার ঘোষণা

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, রাত ৯:১০

ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ আবারও মদ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গত ১৫ নভেম্বর হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগে তেলঙ্গনা সরকার তাকে আইনি নোটিশ দেয়। অভিযোগ ছিল, তার গানে থাকা ‘পাতিয়ালা পেগ’ শব্দের মাধ্যমে মদ্যপানের প্রচার করা হচ্ছে। এই বিতর্কের কারণে হায়দ্রাবাদে গানের কথায় পরিবর্তন আনেন দিলজিৎ।

এরপর রটে যায়, আহমেদাবাদে শো করার আগেও গুজরাট সরকার তাকে আইনি নোটিশ দিয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ হন দিলজিৎ। তিনি গুজরাটের আহমেদাবাদে তার কনসার্টের মঞ্চ থেকে বলেন, “এ ধরনের গান আমি গাইব না। আমি মদ খাই না, তাই আমি কাউকে মদ খেতে উদ্বুদ্ধ করছি না। কিন্তু বলিউডে অনেক তারকা মদের বিজ্ঞাপন করেন, কিন্তু আমি সেই বিজ্ঞাপনে অংশ নিই না। তাই আমাকে বিরক্ত করবেন না।”

তিনি আরও বলেন, “দেশের সব রাজ্যগুলোতে মদ নিষিদ্ধ করুন। মদ নিষিদ্ধ হলে আমি 'শরাব পি' গানটি গাইব না। মদের ঠেক বন্ধ রাখুন, আমি গান বন্ধ করে দেব।” দিলজিৎ এর পরে বলেন, “আমি চাই অমৃতসরে মদ নিষিদ্ধ হোক, কারণ সেখানে স্বর্ণমন্দির আছে। এটি কি সম্ভব?”