টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত আবারও টেলিভিশনে ফিরতে চলেছেন। ২০১৩ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের মাধ্যমে বড় পরিচিতি লাভ করেছিলেন যশ। টেলিভিশনের অরণ্য সিংহ রায় চরিত্রে তাকে ভালোবাসেন দর্শকরা, তবে এখন তিনি বড়পর্দার নায়ক এবং বলিউডেও কাজ করেছেন।
এবার, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় যশ নিজেই জানিয়ে দেন, তিনি খুব শিগগিরই টেলিভিশনে ফিরছেন। তিনি বলেন, “আপনাদের জন্য একটা ভালো খবর আছে, আমি আবারও টেলিভিশনের পর্দায় ফিরছি। খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, চোখ রাখুন স্টার জলসায়।”
এদিকে অভিনেত্রী নুসরাত জাহানের পোস্টে যশের টেলিভিশনে ফেরার খবর নিয়ে আরও জল্পনা বাড়ে। নুসরাত সরাসরি যশকে জিজ্ঞেস করেন, "তুমি কি টেলিভিশনে আসবে?" উত্তরে যশ বলেন, “আমি নয়, আমরা আসছি টেলিভিশনে।” এরপর তিনি জানান, ‘সেন্টিমেন্টাল’ সিনেমাটি ২৪ নভেম্বর স্টার জলসায় ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে সম্প্রচারিত হবে।
মতামত