বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজারের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।
রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উচ্চশিক্ষার জন্য অস্ট্রিয়া যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা-সংক্রান্ত সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন তিনি।
অস্ট্রিয়ায় আবাসিক মিশনের অনুপস্থিতির কারণে ভিসা পেতে বাংলাদেশি শিক্ষার্থীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এ সমস্যার গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রদূত ক্যাথরিনা বিষয়টি অস্ট্রিয়ার কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈধ অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নসহ সংস্কৃতি ও বহুপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মতামত